Mahfuza Begum- Art Expression about Munia’s Suicide

মোসারাত জাহান মুনিয়া একটি নাম আমার মনের মধ্যে ঘুরে ফিরে বেড়াচছে সারাক্ষন। ঘুমাতে পারছিনা কয়েক রাত ধরে। লিখতে চাচ্ছি কিন্তু পারছিনা । অস্হিরতা, কষ্ট, আর মনে হচ্ছে কোথায় যাচ্ছে এই দেশ । কি হবে এই দেশের? অন্যায়ের কোন শাস্তি হবে না কারন টাকা আর ক্ষমতা আছে বলেই । এই দেশে কি একজন ও ভাল আইনজীবী নেই? ভালো সাংবাদিক নেই? কিংবা নেই কোন সৎ পুলিশ অফিসার । যে এই সায়েম সোবহান তনভিরের বিরুদ্ধে দাঁড়াতে পারে ।

একটি মেয়ে যার বাবা মা নেই এতিম সে কিভাবে ঢাকায় এক লাখ টাকা ভাড়া দিয়ে থাকতে পারে। কে দিতো এই বাসার  ভাড়া? কেন দিত? মানুষ কি বোকা? কিছুই বুঝতে পারেনা। এটা বড়লোকের বিলাসিতা, নিজের বউ থাকতে কমবয়সী মেয়েদের ভোগ করা। তাকে টাকা পয়সা আর ফ্ল্যাটের লোভ দেখিয়ে বিদেশে সেটেলটড করার প্রতিশ্রুতি দিয়ে ভোগ করতে করছিল দিনের পর দিন এটা সবাই বুঝতে পারছে। কোন কারণে বনিবনা হয়নি অথবা পরিবার জেনে যাওয়াতেই হয়তো।এই খুন। এটা কোনভাবেই আত্মহত্যা নয় । কারন আত্মহত্যা হলে গলায় পেঁচানো ওড়না দিয়ে আত্মহত্যা করার শেষ মুহূর্তে মৃত্যুর আগে সবাই চেষ্টা করে বাঁচার । অথচ তার বড় বোনের ভাষ্য মতে ঝুলন্ত  মুনিয়ার পায়ের নিচে বিছানা আর টুল ছিল সুন্দর পরিপাটি । তাহলে এটা কিভাবে আত্মহত্যা হতে পারে। জানিনা, জানিনা ।

About the Author:

Developer Herwill

Developer Herwill