Life and Learning

গতকাল আমার পুত্রের বিশতম জন্মদিন ছিল।

জন্মদিনের সকালবেলা পুত্রের গার্লফ্রেন্ড এর কাছ থেকে প্রথম উপহার হিসেবে কেক আসার ঘন্টা দুয়েক পর দ্বিতীয়

উপহার এলো।

একটা ব্যাগে দুইটা শার্ট, আরেকটা ব্যাগে একটা গাছ।

আমার পুত্র শার্ট পেয়ে খুশীতে আধমরা হয়ে গেলো। বলল

– আম্মু, ও মনে হয় গাছটা তোমার জন্য পাঠাইসে।

আমি থ্যাঙ্কস বলার পর সে শার্ট দুইটা বগলে নিয়ে নাচতে নাচতে নিজের রুমে চলে গেলো।

আমি গাছ বহন করে আনা ব্যাগটা ফেলতে গিয়ে দেখি তার মধ্যে ছোট্ট একটা চিরকুট।

তাতে লেখা

– I am sending you this plant because I want to see how responsible you are. So, take good care of it and nurture it as you would do to your child.

আমি কথা গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

 তারপর ছেলেকে ডেকে বললাম

– এই যে জনাব, তুমি তো আসল জিনিসই ফেলে গেছো। গাছ আমাকে না, তোমাকেই দিয়েছে আর এটাই সবচেয়ে ইম্পরট্যান্ট গিফট।দেখো চিরকুট এ কি লেখা।

ছেলে চিরকুটটা পড়ে,

Oh shit, বলে গাছটা কোলে নিয়ে নিজের ঘরে চলে গেলো।

Moral of the story is,

প্রেম কোন অবিনশ্বর জিনিস না।যে কোন সৃষ্টি বা প্রোডাক্ট এর মত প্রেমেরও , birth/ inception, growth, maturity, decline/ Death আছে।

এদের প্রেম কয়দিন থাকবে আমি না।

কিন্তু এই ছোট ছোট ইনোসেন্ট মোমেন্টস সারাজীবন প্রতিটা মানুষ এর সাথে থাকে। জীবন যখন শুকায়ে যায় মানুষ তখন মানুষ এই সব দিনের কথা মনে করে আনন্দিত হয়, অদ্ভুত ভালো লাগায় শিহরিত হয়।

মানুষ হয়ে জন্মেছে যেহেতু সারাজীবন যুদ্ধই করতে হবে।

জীবনকে বড় বড় জটিলতা ছোয়ার আগে,

থাকুক না তার জীবনেও এরকম কিছু সুখস্মৃতি

About the Author:

Developer Herwill

Developer Herwill